উত্তরদিনাজপুর

কালিয়গঞ্জ বিধায়ক তহবিল থেকে দেওয়া এ্যাম্বুলেন্স পরিসেবা থেকে বঞ্চিত গ্রামবাসীরা

উত্তর দিনাজপুর জেলার কালিয়গঞ্জের বিধায়ক তহবিল থেকে এ্যাম্বুলেন্স দেওয়ার পরেও এ্যাম্বুলেন্স পরিসেবা থেকে বঞ্চিত হয়ে আছেন গ্রামবাসীরা।দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় শেষে খারাব হতে বসেছে ওই এ্যাম্বুলেন্স এমনি অভিযোগ করল গ্রামবাসীরা।এই দৃশটি দেখা গেলো কালিয়গঞ্জের ৯ নং বুরুনা গ্রাম পঞ্চয়েতে।সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে প্রার পর নড়ে চড়ে বসে প্রাশাসন। দুই এক দিনে শুরু হতে চলেছে ৯ মাস আগে উধবোধন হওয়া এ্যাম্বুলেন্সটি জানালেন পঞ্চায়েত সদস্যরা।নাম মাত্র সরকারী জটিলতা কাগজ পত্র ও ড্রাভার না থাকায় চালু হতে পারিনি এ্যাম্বুলেন্স পরিসেবা। 

       

            কালিয়গঞ্জ বিধায়ক তহবিলের থেকে আনুমানিক ৫লক্ষ টাকা দিয়ে বুরুনা গ্রাম পঞ্চয়েতের প্রধানকে এলাকার পরিসেবার জন্য ৯মাস আগে এই এ্যাম্বুলেন্সের দ্বায়ীত্ব তুলে দেওয়া হয়।সেখানে দেখা যায় এই এ্যাম্বুলেন্সটি বসে বসে খারাপ হতে চলছে। অতি শীঘ্র চালু না হলে আর সেটা কোনো কাজে হয়তো লাগবে না।কালিয়াগঞ্জ জেনারল হাসপাতাল থেকে বরুনা গ্রাম পঞ্চায়েত গ্রামের দূরত্ব ১০ থেকে ১৫ কিলোমিটার।বরুনা গ্রাম পঞ্চায়েত মাঝিয়ার সবাস্থ কেন্দ্র ৬ কিলোমিটার ও বরুনা গ্রাম পঞ্চায়েত থেকে কুনোর হাসপাতাল ৭ কিলোমিটার এলাকার সেই মতো জরুরি পরিসেবার জন্য এই এ্যাম্বুলেন্সটি দেওয়া হয়। গ্রামবাসীরা জানান দরকারের সময় তারা ঠিকঠাক পরিসেবা পাচ্ছেন না। তবে খুব শ্রীঘরই চালু করা হবে এই পরিসেবা বলে পঞ্চায়েত সূত্রে খবর।